অর্থ মন্দায় বৃহত্তম সমুদ্রবন্দর বেচে দিলো গ্রিস

নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক: অর্থনীতির করুন দশায় ঋণগ্রস্থ গ্রিস বিক্রি করে দিলো বৃহত্তম সমুদ্রবন্দর পাইরিয়াসের সিংহভাগ শেয়ার। গ্রিসের বেসরকারীকরণ সংস্থার সঙ্গে শুক্রবার এ-সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি চায়না কসকো শিপিং করপোরেশন। চীনা কোম্পানিটি ৩৬ কোটি ৮৫ লাখ ইউরোর (৪২ কোটি মার্কিন ডলার) বিনিময়ে গ্রিক বন্দরটির ৬৭ শতাংশ মালিকানা কিনেছে।

ইউরোপীয় ঋণদাতাদের শর্ত মানতে গ্রিসকে অনেকগুলো জাতীয় সম্পদ বেসরকারি খাতে ছেড়ে দিতে হচ্ছে। এর আগে গত বছর পর্যটনসমৃদ্ধ দেশটির ১৪টি আঞ্চলিক বিমানবন্দর অধিগ্রহণ করেছে জার্মানির রাষ্ট্রায়ত্ত খাতের একটি সহযোগী কোম্পানি।

এবার দেশটির বৃহত্তম সমুদ্রবন্দরের স্বত্ব কিনল চীনা কোম্পানি। আগামী জুলাইয়ে গ্রিসের আরেকটি বড় সমুদ্রবন্দর বিক্রির বিষয় চূড়ান্ত হবে। সেটি কিনতে এগিয়ে রয়েছে ডেনমার্কভিত্তিক সমুদ্র পরিবহন সংস্থা মার্স্ক।

পাইরিয়াস বন্দরের দুটি কনটেইনার টার্মিনাল আগে থেকে কসকো শিপিং করপোরেশনের কাছে ইজারা রয়েছে। ২০০৯ সালে চীনা কোম্পানিটি ৩৫ বছরের জন্য টার্মিনালটি ইজারা নেয়। এবার খোদ বন্দর পরিচালনাকারী কোম্পানি পাইরিয়াস পোর্ট অথরিটির সিংহভাগ মালিকানা করায়ত্ত করল কসকো।

শুক্রবার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ২৮ কোটি ৫ লাখ ইউরোর বিনিময়ে কসকো এরই মধ্যে বন্দরের ৫১ ভাগ মালিকানা পেয়েছে। চুক্তির শর্তানুযায়ী বন্দরের উন্নয়নে বিনিয়োগসাপেক্ষে পাঁচ বছর পর অতিরিক্ত ৮ কোটি ৮০ লাখ ইউরো পরিশোধের মাধ্যমে পাইরিয়াসের আরো ১৬ শতাংশ মালিকানা পাবে কসকো।

চুক্তিতে বলা হয়েছে, আগামী এক দশকে কসকো পাইরিয়াস বন্দরের উন্নয়নে ৩৫ কোটি ইউরো বিনিয়োগ করবে। এছাড়া বন্দর পরিচালনা বাবদ গ্রিক সরকারকে নির্ধারিত বার্ষিক ফি পরিশোধ করবে কসকো।

পাইরিয়াস বন্দরের মালিকানা হস্তান্তর-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছেন গ্রিক বেসরকারীকরণ সংস্থা হেলেনিক রিপাবলিক অ্যাসেট ডেভেলপমেন্ট ফান্ড (এইচআরএডিএফ) চেয়ারম্যান স্টারজিওস পিটসিওরলাস ও কসকো শিপিংয়ের প্রধান অর্থ কর্মকর্তা ফেং জিনহুয়া। গ্রিক প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী আলেক্সিস সিপরাস ও কসকো শিপিংয়ের চেয়ারম্যান জু লিরং।

ভূমধ্যসাগরের তীরবর্তী বন্দরগুলোর মধ্যে পাইরিয়াস সবচেয়ে বড়। সুয়েজ খালের নিকটবর্তী বন্দরটি উত্তর ইউরোপ থেকে রওনা হওয়া নৌযানের জন্য পূর্ব ইউরোপ, এশিয়া ও আফ্রিকায় যাওয়ার সহজতম প্রবেশদ্বার।

কসকো শিপিং করপোরেশন পাইরিয়াসে আরেকটি টার্মিনাল নির্মাণ করবে, যা চীন ও এশিয়া থেকে পরিবাহিত কনটেইনারের ‘হাব’ বা কেন্দ্রস্থল হিসেবে ব্যবহূত হবে। এতে ভোক্তানির্ভর অর্থনীতিতে উত্তরণের পথে থাকা চীনের আমদানি-রফতানি বাণিজ্য সহজতর হবে।

চীন ও গ্রিসের নেতারা পাইরিয়াস বন্দর-সংক্রান্ত দুই দেশের চুক্তিকে স্বাগত জানিয়েছেন। চুক্তি স্বাক্ষরের আগে কসকো শিপিংয়ের চেয়ারম্যান জু লিরংকে নিজ কার্যালয়ে স্বাগত জানিয়ে আলেক্সিস সিপরাস বলেছেন, এ চুক্তি সিল্ক রোডকে আরো সংক্ষিপ্ত করবে।

বর্তমান সময়ে বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রবন্দর পাইরিয়াস। ২০১০ সালে ৮ লাখ ৮০ হাজার টিইউসি কনটেইনার হ্যান্ডলিং করেছে এ বন্দর। গত পাঁচ বছরে বন্দরটির হ্যান্ডলিং সক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ লাখ ৬০ হাজার টিইউসি। কনটেইনার সক্ষমতার ভিত্তিতে পাইরিয়াস এখন বিশ্বের ৩৯তম শীর্ষ সমুদ্রবন্দর। পাঁচ বছর আগে এর অবস্থান ছিল ৯৩তম।

এদিকে এ চুক্তির খবরে নিজেদের চাকরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাইরিয়াস বন্দরের শ্রমিকরা। চীনা কোম্পানির কাছে বন্দর বিক্রির প্রতিবাদে শুক্রবার ডক শ্রমিকরা এথেন্সে বিক্ষোভ করেছেন।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল