মাহে শা’বান মাসের চাঁদ দেখা গেলেও ইসলামী ফাউন্ডেশন বিষয়টি গুরুত্ব দিচ্ছেনা – আনজুমানে রু’ইয়াতে হিলাল মজলিস
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি ‘আনজুমানে রুইয়াতে হিলাল মজলিস’ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন তাদের চাঁদ দেখা প্রতিনিধিদের সংবাদ অনুযায়ী খাগড়াছড়ি জেলা থেকে পবিত্র শা’বান মাসের চাঁদ দেখা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেছেন, জেলার গুইমারা উপজেলার হাতীমুড়া কেন্দ্রীয় জামে মসজিদের অনেক মুসুল্লী পবিত্র শা’বান মাসের চাঁদ দেখার সংবাদ দিয়েছেন। মসজিদের ইমাম হাফিয মুহম্মদ মূইনুল ইসলাম পারভেজ, মুসুল্লী হাফিয মুহম্মদ সোহেল,মুহম্মদ আব্দুল মান্নান, মুহম্মদ আবু তাহের, সাইফুল ইসলাম, ইমরান হুসাইন, মুহম্মদ হাসানসহ আরো অনেকে।
কিন্তু চাঁদ দেখার বিষয়টি ইসলামী ফাউন্ডেশনকে জানানোর পরও ইসলামী ফাউন্ডেশন কোন গুরুত্ব দিচ্ছে না। হাদীস শরীফ অনুযায়ী পবিত্র শবে বরাতে মুসলমানদের আগামী এক বছরের তাক্বদীরের সকল ভাল মন্দের ফায়সালা হয়। তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। বিষয়টি নিয়ে ইসলামি ফাউন্ডেশনের কোন হেলাফেলা করা উচিত নয়। বিষয়টি যাচাই করে পুণরায় চাঁদ দেখো যাওয়ার সংবাদ পরিবেশনের আহবান জানানো হচ্ছে।