দাঁড়ি না কাটলে সন্তানসহ আত্মহত্যার হুমকি ইমাম সাহেবের স্ত্রীর
ডেস্ক: স্বামী দাঁড়ি না কাটলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন ভারতের এক পেশ ইমামের স্ত্রী। দেশটির উত্তর প্রদেশের মিরাটে এই ঘটনা ঘটেছে।
স্ত্রীর এমন হুমকির পর আরশাদ বদরুদ্দিন নামের ওই ইমাম জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি বলেন, “আমি একজন পেশ ইমাম এবং ইসলামের প্রকৃত অনুসারী। ইসলামের বিধান অনুযায়ী দাঁড়ি রাখা আমার জন্য বাধ্যতামূলক। তাই আমি দাঁড়ি রেখেছি।”
আরশাদ বদরুদ্দিন বলেন, “২০০১ সালে বিয়ের পর থেকেই আমার স্ত্রী দাঁড়ি কেটে ফেলতে গো ধরে। কারণ সে বলিউড তারাকা সালমান-শাহরুখের মতো দাঁড়িহীন পুরুষদের পছন্দ করে। তবে আমি তার কথায় কর্ণপাত করেনি।”
তিনি অভিযোগ করে বলেন, “ইদানীং সে দাঁড়ি কাটতেই হবে বলে আমাকে চাপ দিচ্ছে। আর তার কথা না শুনলে সে আত্মহত্যা করবে বলে হুমকি দিয়েছে। শুধু তাই নয়, আমাদের চারটি সন্তান আছে- তাদেরকেও বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে সে।”
আরশাদ বদরুদ্দিন তার স্ত্রীর বিরুদ্ধে আরো অভিযোগ করেন, “সে (স্ত্রী) এখন স্মার্টফোনে অন্য পুরুষদের সঙ্গে যোগাযোগ (চ্যাট) করে। আমি তাকে মোবাইলফোন ব্যবহার কমানোর জন্যও বলেছিলাম কারণ এই বাজে অভ্যাস আমার সন্তানদের মধ্যে সংক্রমিত হতে পারে।”
তিনি আরো বলেন, “সে তা গ্রাহ্য করেনি। এজন্য তাকে বকাঝকা করলে সে কাঁদতে কাঁদতে আমাকে হুমকি দিয়ে বলে আমার সন্তানকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করবে।”