ভারতে মাওবাদীদের হামলায় ১০ কমান্ডো নিহত

ডেস্ক: ভারতের বিহার রাজ্যে নকশালপন্থি মাওবাদী গেরিলাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে আধা সামরিক বাহিনীর ১০ কমান্ডো নিহত হয়েছেন।

নিহতরা আধা সামরিক বাহিনী সিআরপিএফ’র কমান্ডো ব্যাটেলিয়ন কোবরা’র সদস্য। এসময় তাদের সঙ্গে গুলি বিনিময়ে ৪ নকশালপন্থি নিহত হয়েছে। সোমবার রাতে বিহারের আওরঙ্গবাদের জঙ্গলে এ ঘটনা ঘটে।

রাস্তায় পেতে রাখা বোমা দিয়ে ‘কোবরার’ কমান্ডোদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এরপরই দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়ে যায়। ‘কোবরা’ সদস্যের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

ভারতীয় কর্মকর্তারা বলেছেন, এ হামলায় ‘কোবরা’ ব্যাটেলিয়ন বেশ বড় ধরণের ক্ষতির শিকার হয়েছে। এ বাহিনীকে জঙ্গল যুদ্ধের বিশেষ প্রশিক্ষণ দিয়েই গড়ে তোলা হয়েছে বলে জানানো হয়েছে। সূত্র: এনডিটিভি।