ভারতে প্রতিবছর আত্মহত্যা করে শতাধিক সেনা

ডেস্ক: ভারতে প্রতিবছর গড়ে আত্মহত্যা করে একশ’ সেনা সদস্য। গত বছর এ সংখ্যা ছিলো ১২৫ জন। মানসিক চাপের কারণে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

এতে বলা হয়েছে মানসিক চাপ, পারিবারিক বিরোধ, সম্পত্তি সংক্রান্ত বিরোধ, অর্থনৈতিক অবস্থা ও দাম্পত্যকলহের কারণেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে সেনারা। চলতি বছর এরইমধ্যে ১৩ সেনার আত্মহত্যার খবর পাওয়া গেছে।

জুমুয়াবার ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরি জানায়, গত বছর ১০১ সেনা, ১৯ বিমান বাহিনীর সদস্য ও পাঁচ নৌ বাহিনীর সদস্য আত্মহত্যা করেছে। এছাড়াও নিজ সহকর্মীকে হত্যা করার তিনটি ঘটনা ঘটেছে।