জাকির নায়েকের মতাদর্শী পিস স্কুল বন্ধের নির্দেশ

ঢাকা: অনুমোদনহীন পিস স্কুলগুলো অবিলম্বে বন্ধ করার নির্দেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি ঢাকার লালমাটিয়ায় অবস্থিত পিস ইন্টারন্যাশনাল স্কুলের পাঠদানের অনুমতি বাতিল করতে ঢাকা শিক্ষা বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ নির্দেশনার কথা জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এক অফিস আদেশে অনুমোদনহীন পিস স্কুলগুলো অবিলম্বে বন্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে। এ ছাড়া বিতর্কিত কার্যক্রমে লিপ্ত থাকায় লালমাটিয়ার পিস স্কুলের পাঠদানের অনুমতি বাতিলের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয় সরকার।

এর পর ছাত্রসেনা নামের একটি সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, পিস স্কুল ও পিস পাবলিকেশন্সসহ পিস নামের সব প্রতিষ্ঠান বন্ধ করার। এর ধারাবাহিকতায় নতুন এ আদেশ দিল শিক্ষামন্ত্রণালয়।