আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে সাগরে তেল-গ্যাস অনুসন্ধান জরিপ

ইতিহাসে প্রথমবার তেলের দাম শূন্যেরও নিচে

গভীর সাগরে তেল-গ্যাস অনুসন্ধান জরিপ শুরুর জন্য দরপত্র আহ্বান করেও আড়াই বছরে কার্যাদেশ দেয়া যায়নি কোন প্রতিষ্ঠানকে। আমলাতান্ত্রিক জটিলতার কারণে বারবারই পিছিয়ে যাচ্ছে এই জরিপের কাজ। আর এইসকল কারণে গভীর সমুদ্র থেকে তেল-গ্যাস পেতে অন্তত ১৫ বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির পর প্রায় এক লাখ ১৯ হাজার বর্গকিলোমিটার এলাকা বাংলাদেশের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু বিশাল এ সাগরে তেল গ্যাস অনুসন্ধানে প্রতিবেশীদের তুলনায় পিছিয়ে বাংলাদেশ।

মিয়ানমার নিজেদের অংশে ৩০টিরও বেশি ব্লকে তেল গ্যাস উত্তোলনের কাজ শুরু করলেও, এখনও জরিপের কাজ শুরুই করতে পারেনি বাংলাদেশ। দরপত্র আহ্বান করেও আড়াই বছরে কাজ দেয়া যায়নি কোন প্রতিষ্ঠানকে। সাগরে ২০টি ব্লকের ১৮টিতেই জরিপ কাজ এখনও শুরু না হওয়ায়, পুরো প্রক্রিয়া শেষ করে গ্যাস উত্তোলনে এক যুগেরও বেশি সময় লাগবে বলে জানালেন প্রতিমন্ত্রী।
সাগরের ২০ মিটার গভীরতা থেকে আড়াই হাজার মিটারের বেশি গভীরতায় এই জরিপ কাজ চালানো হবে।