‘মোদি ৩৬ মাসে ৬ হাজার মিথ্যা বলেছে’
ডেস্ক: ভারতের পুরী পীঠাধীশ্বর হিন্দুগুরু শঙ্করাচার্য অধোক্ষাজানন্দ দেবতীর্থ সে বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, ‘মোদি ৩৬ মাসে ৬ হাজার মিথ্যা কথা বলেছে।’
সম্প্রতি এলাহাবাদের মাঘমেলায় হিন্দুধর্মীয় এক সমাবেশে শঙ্করাচার্য অধোক্ষাজানন্দ ওই মন্তব্য করেছে। মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশ, অধোক্ষাজানন্দ সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে বলেছে, ‘লোকসভা নির্বাচনের সময় মোদি গরু, গঙ্গা এবং গীতা সুরক্ষার কথা বলেছিলো। কিন্তু সরকার তৈরি হওয়ার পরে এ নিয়ে কোনোই কাজ হয়নি। ধর্মের নাম করে আমরা কাউকে প্রক্সি দেয়ার অনুমতি দিতে পারি না। কিছু রাজনৈতিক দল ধর্মের নামে দেশবাসীকে বিভ্রান্ত করছে- এটা ঠিক নয়। সাধু সমাজ একে গ্রহণ করবে না।’
সে বলেছে, ‘বিজেপি গো-বংশ রক্ষার নাম করে ভোট প্রার্থনা করে কিন্তু তাদের সরকারের সময় গবাদি পশুর গোশত রফতানী তিনগুণ বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগে রাজস্থানে পশু খাদ্যের অভাবে গরু মারা যাচ্ছিল। গণমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসার পরে তাদের খাবারের ব্যবস্থা করা হয়।’
গত বছর রাজস্থানের হিঙ্গোনিয়া গোশালায় সরকারি অবহেলায় পাঁচ শতাধিক গরুর মৃত্যু হওয়ার অভিযোগ উঠে। বিজেপি শাসিত রাজস্থান সরকার অবশ্য সেসময় সাফাই দিয়ে জানায় বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। -আল ইহসান