ভারতে যুদ্ধের চেয়েও বেশি মানুষ মারা যায় সড়ক দুর্ঘটনায়

ডেস্ক: ভারতে প্রতি ঘন্টায় সড়ক দুর্ঘটনায় মারা যায় ১৬ জন মানুষ। কেবল গত বছরই সড়ক দুর্ঘটনায় এক লাখ ৪৬ হাজার মানুষ নিহত হয় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে।

ভারতের পরিবহন মন্ত্রী নিতিন গাডকারি বলেছেন, যুদ্ধে বা মহামারীতে যে হারে মানুষ মরে, ভারতে তার চেয়ে বেশি হারে মানুষ মারা যায় সড়ক দুর্ঘটনায়। অথচ তারপরও কেউ এ নিয়ে কথা বলে না।

নিহতদের অর্ধেকেরও বেশির বয়স পনের থেকে ৩৪ বছরের মধ্যে। গত বছর ভারতে পাঁচ লাখের বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে ভারতে এবং চীনে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষ মারা যায়।
অদক্ষ ড্রাইভার এবং সড়কগুলোর ভগ্নদশার কারণেই ভারতে সড়ক দুর্ঘটনার হার এত বেশি বলে মনে করা হয়। সূত্র: বিবিসি