পাকিস্তান আমাদের বন্ধু, বন্ধুত্ব রক্ষায় সরকারকে কাজ করতে হবে: আরএসএস

ডেস্ক: ভারতের কট্টরপন্থী সংগঠন আরএসএস (রাষ্ট্রীয় সেবক সংস্থা) এবার পাকিস্তান এবং পার্শ্ববর্তী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কস্থাপনের পক্ষে জোর দেয়ার আহ্বান জানিয়েছে সরকারের প্রতি।

বিজেপি’র আদর্শগত পরামর্শদাতারাও বলছেন, কিভাবে ভারতের প্রতিবেশিদের সাথে এবং সেসব দেশের জনগণের সাথে সম্পর্কযুক্ত ঐতিহাসিক ও ভৌগলিক সম্পর্কস্থাপন করা যায় এটি এখন আলোচনার সময় এসেছে।

আরএসএস’র যুগ্ন সাধারণ সম্পাদক দত্তত্রয়া হোসাবালি ভারত ও পাকিস্তান সম্পর্কের বৈরিতাকে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘ভারত পাকিস্তান একই পরিবারের দুই ভাই এবং একজনের উচিত অপরের জন্য এগিয়ে যাওয়া এবং সম্পর্ক উন্নয়নে কাজ করা।’

ছবি: আরএসএস প্রধান মহন ভগবত শুক্রবার এলাহাবাদ বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) কর্তৃক আয়োজিত মহা কুম্ভ মেলায় ধর্ম সংসদের সাধুদের সাথে দেখা করেছে।

খবর: হিন্দুস্তান টাইমস