মুসলমানদের ইফতার পার্টিতে মোদির ‘না’
ডেস্ক: প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেয়ার পর কেটে গেছে দু’বছর। এর মাঝে একাধিকবার বিদেশ সফর করেছে নরেন্দ্র মোদি। দেশেও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছে। কিন্তু, একবারও ইফতার পার্টিতে অংশ নেননি। তথ্য জানার অধিকার আইন থেকে এই তথ্য সামনে এসেছে।
২০১৪ ও ২০১৫ সালে প্রধানমন্ত্রী কতগুলো ইফতার পার্টিতে যোগ দিয়েছেন? এ তথ্যটি জানতে প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করেছিলেন বরেলির আইনজীবী মোহাম্মদ খালিদ জিলানি। তার উত্তরেই জানা যায়, মোদি একবারও ইফতার পার্টিতে যোগ দেননি।
শুধু তাই নয়, প্রধানমন্ত্রী একবারও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কি না তাও জানতে চাওয়া হয়। তবে তার উত্তর এখনো পাওয়া যায়নি। জিলানি বলেন, ‘একবছর হয়ে গেলেও আমি এই নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো উত্তর পাইনি। এর থেকে এটাই মনে হচ্ছে যে, প্রধানমন্ত্রী এসব দিনগুলোতে কোনো শুভেচ্ছাবার্তা পাঠাননি।’
এদিকে এর আগে দেশের সব প্রধানমন্ত্রী এমনকী অটলবিহারী বাজপেয়িও ইফতার পার্টির আয়োজন করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি একটাও ইফতার পার্টির আয়োজন করেননি। এমনকি গতবছর রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ইফতার পার্টিতেও যোগ দেননি তিনি।