ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
ঝিনাইদহ: জেলার সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলার কোলাহাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, পাঁচটি হাতবোমা, গুলি, হাসুয়া ও রামদা উদ্ধার করেছে বলে দাবি পুলিশের।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের চারমাইল নামকস্থানে টহল দিচ্ছিল পুলিশ।
এসময় সন্ত্রাসীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। ১০ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধে অজ্ঞাতযুবক নিহত হয়। আহত হন দুই পুলিশ সদস্যও।
যুবকের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান এএসপি।