‘জিডিপি বৃদ্ধি কৃষক-শ্রমিকদের অবদান’

ঢাকা: ‘বর্তমানে জিডিপি ৭.২৮ হয়েছে, যার জন্য সরকার বলে এটা তাদের অবদান, কিন্ত সে বিষয়ে আমি একটু বলতে চাই। জিডিপি তৈরি হয় দেশের উৎপাদন, যেমন গার্মেন্ট শ্রমিকদের, কৃষকদের কৃষিকাজের মাধ্যমে। এসব তাদেরই অবদান। এটা তো কনটিনিউয়াস প্রোসেস, সময় যাওয়ার সঙ্গে সঙ্গে হবেই।’

বৃহস্পতিবার দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের ৪ বছর’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষাখাত নিয়ে বলতে গেলে এখন দেশে ডাক্তারি পড়ছে কারা? যাদের অনেক টাকা রয়েছে। শিক্ষাখাতে এই যে এত প্রশ্নফাঁস হচ্ছে এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে, তা নিয়ন্ত্রণ হচ্ছে না কেন?

স্বাস্থ্যখাত নিয়ে বিএনপি নেতা বলেন, বর্তমানে গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ। তারা ঠিকমত চিকিৎসা পাচ্ছে না। আমি তো চিকিৎসক, গ্রামে গ্রামে গিয়ে এই চিত্রটা আমি দেখি।