অর্থনৈতিক মন্দা ভারতে, প্রবল চাপে মোদি সরকার

ডেস্ক: ঘুরে দাঁড়াতে পারছে না ভারতের অর্থনীতি। বরং মন্দা বেড়েই চলেছে। কেন? এই প্রশ্ন সরকারকে চরম চাপে ফেলছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অর্থমন্ত্রী, রিজার্ভ ব্যাংক সকলের মধ্যে রীতিমতো মরিয়া আশঙ্কা দেখা দিয়েছে আর্থিক বৃদ্ধির হার নিয়ে।
কারণ একদিকে বিভিন্ন সেক্টরের বৃদ্ধি হার অত্যন্ত নিরাশাজনক এবং অন্যদিকে জিএসটি নিয়ে চরম ডামাডোল এখনও অব্যাহত। কোনও রাজ্যেই জিএসটি স্থিতিশীল হতে পারেনি। ফলে আর্থিক বৃদ্ধির হার আগামী ত্রৈমাসিকে আরও ধাক্কা খাওয়ার আশঙ্কা রয়েছে। সেটি হলে আগামী আর্থিক বছরে তীব্র সংকটে পড়বে সরকার।
আগামী বছর যে বাজেট পেশ করা হবে সেটি অবশ্যই জনমোহিনী করতে হবে। কারণ তার পরের বছরই লোকসভা ভোট। পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় আর নেই। সুতরাং পরবর্তী লোকসভা ভোটের আগে আগামী ১ ফেব্রয়ারি পেশ হতে যাওয়া বাজেটই শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। সেই বাজেট যদি আর্থিক মন্দার আবহে পেশ করতে হয় তাহলে কঠিন অবস্থা পোহাতে হবে বিজেপিকে।