মুসলিম বিদ্বেষ আর চেপে রাখতে পারলো না দালাই লামা

নয়াদিল্লি: তিব্বতের বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত দালাই লামা জার্মানিতে আরব মুসলিম শরণার্থীদের আশ্রয় দেয়ার সমালোচনা করে বলেছে, জার্মানি আরব ভূমি হতে পারে না।

নিজে একজন শরণার্থী হলেও দালাই লামা বলেছে, শরণার্থীদের সাময়িককালের জন্য আশ্রয় নেয়া উচিত এবং যুদ্ধ শেষ হলে দেশে ফিরে যাওয়া উচিত।

ভারতে নির্বাসিত দালাই লাম তার কার্যালয় ধর্মশালায় বসে একটি জার্মান পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেছে, জার্মানিতে মুসলিম শরণার্থীর সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। আরব মুসলিমদের আশ্রয় দিয়ে ইউরোপ তার চরিত্র হারাচ্ছে।

তার ভাষায়, ‘ইউরোপ, উদাহরণস্বরূপ জার্মানি আরব ভূমিতে পরিণত হতে পারে না। জার্মানি জার্মানিই।’

মুসলিম শরণার্থীদের প্রতি বিদ্বেষ পোষণ করতে গিয়ে ৫০ বছর ধরে ভারতে নির্বাসিত দালাই লামা প্রকারান্তরে শরণার্থী বিরোধীদের শিবিরেই নাম লেখালো।