ভারতে ভবনধসে ৯ জনের মৃত্যু
ডেস্ক: ভারতের মহারাষ্ট্র প্রদেশের পুনে শহরে ১৩ তলা একটি ভবনের নির্মানকাজের সময় ভবনধসে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।
আজ শুক্রবার সকালে ভবনের ওপরের অংশ ধসে পড়লে ওই হতাহতের ঘটনা ঘটে।
পুনে শহরের মেয়র প্রশান্ত জগতপ জানিয়েছেন, আমরা এই ঘটনাকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমরা এই ঘটনার পর শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করছি এবং সব নির্মাণ সাইট পরিদর্শনের ব্যবস্থা নিচ্ছি।
ভবনধসে পড়ার পর ধ্বসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।
মুম্বাই থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পুনে শহর অবস্থিত।