রংপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থী দেবে আওয়ামী লীগ
নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ নির্বাচনে প্রার্থী দেবে আওয়ামী লীগ।
এইচ এম এরশাদ (১৯৩০-২০১৯) এইচ এম এরশাদ (১৯৩০-২০১৯) দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার বলেছেন, এখানে ছাড় দেওয়ার কোনো বিষয় নেই।
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে মহাজোটের শরিক হিসেবে জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি করে আওয়ামী লীগ। নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর তাদের বাইরে সবচেয়ে বেশি আসন থাকা জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের আসনে বসে, বিরোধী দলীয় নেতা হন দলটির চেয়ারম্যান এরশাদ।
রংপুরের সন্তান এরশাদ গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার পরে পতিত সামরিক শাসক হিসেবে সমালোচিত হলেও নিজের এলাকায় বরাবরই তুমুল জনপ্রিয় তিনি। শারীরিক অসুস্থতার জন্য এবার একবারও এলাকায় যেতে না পারলেও বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন।
গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুর পর তার আসন রংপুর-৩ শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। নিয়ম অনুযায়ী মধ্য অক্টোবরের মধ্যে সেখানে উপ-নির্বাচন দিতে হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তোলা বিএনপি এরইমধ্যে এই উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ওবায়দুল কাদের।
ওই আসনে আওয়ামী লীগ জাতীয় পর্টিকে ছাড় দেবে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমরা এ পর্যন্ত কোনো উপ-নির্বাচনে কাউকে ছাড় দেইনি। যার যার নির্বাচন তাদের দলীয় প্রতীকে করবে, জাতীয় পার্টি তাদের প্রার্থী দেবে। আওয়ামী লীগও প্রার্থিতা এখানে রাখবে।
“এখানে ছাড় দেওয়ার কোনো বিষয় নেই। সরকারি দল হিসেবে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টির এরশাদ সাহেবের আসন, তারাও প্রতিদ্বন্দ্বিতা করবে।”