যুক্তরাষ্ট্র আইএস সৃষ্টি করেছে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য : ইরান

ডেস্ক: মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, দেশটি এ অঞ্চলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জন্ম দিয়েছে।

ওয়াশিংটন ইরাক-সিরিয়ায় আইএসবিরোধী লড়াইয়ে লিপ্ত- এ কথা পুরোটাই ‘মিথ্যা’। যুক্তরাষ্ট্র আসলে একটি সন্ত্রাসী রাষ্ট্র। সোমবার দেশটির উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। খবর আলজাজিরার।

খামেনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং দেশটির এজেন্টরা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে। কে আইএসের জন্ম দিয়েছে? অবশ্যই যুক্তরাষ্ট্র। দেশটি আইএস দমন অভিযানে অংশ নেয়ার দাবি করছে- এটা পুরোটাই মিথ্যা।’ গত বুধবারে তেহরানে সন্ত্রাসী হামলা ও হতাহতের জন্য যুক্তরাষ্ট্র ও তার অন্যতম মিত্র সৌদি আরবকে দায়ী করেছে ইরান।