টাকার জন্য রাজনীতি মানেই দুর্নীতি -জিএম কাদের

টাকার জন্য রাজনীতি মানেই দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদে কাদের বলেছেন, রাজনীতির জন্য টাকার প্রয়োজন আছে। কিন্তু টাকার জন্য রাজনীতি মানেই দুর্নীতি। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। তা পারবে একমাত্র জাতীয় পার্টি।

বৃহস্পতিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় ওলামা পার্টির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ভাড়া করা মানুষ দিয়ে আমরা রাজনীতি করব না। যারা রাজনীতি করবেন তাদের ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে।

দেশের রাজনীতিতে শূন্যতা ও অস্থিরতা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা)-এর চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, জাপা মানুষের আস্থা অর্জন করে সেই শূন্যতা দূর করবে। আমরা দেশের মানুষের আস্থা অর্জন করেই এরশাদের নতুন বাংলাদেশ গড়ে তুলবো।’

তৃণমূলে জাপাকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, ভাড়া করা মানুষ দিয়ে আমরা রাজনীতি করবো না। যারা রাজনীতি করবেন, তাদের ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে।’

দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, জাপা দেশের মানুষের স্বপ্ন পূরণের রাজনীতি করে।’ তিনি বলেন, দোহার-নবাবগঞ্জ আসনে সালমা ইসলামকে হারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জাপা সালমা ইসলামকে জাতীয় সংসদে নিয়েছে।’