দেশে আইনের শাসন নেই : মওদুদ আহমেদ

নিউজ ডেস্ক : ‘দেশে আইনের শাসন নেই, আছে দলীয় শাসন’- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

মঙ্গলবার বিকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিতি সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

মওদুদ বলেন, ‘দেশের সবচাইতে বড় সংকট হলো এ দেশে এখন কোনো আইনের শাসন নেই। আইন আছে, কিন্তু আইনের শাসন নেই, দলীয় শাসন আছে।’

তিনি বলেন, ‘আমরা সুবিচার নিশ্চিত করার জন্য, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য, যে গণতান্ত্রিক আন্দোলন চলছে, তা চলবে। বেগম খালেদা জিয়ার মুক্তির সঙ্গে আমাদের দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা ওতপ্রোতভাবে জড়িত। তার মুক্তির আন্দোলনের সাথে আইনের শাসন এবং গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন একই।’

মওদুদ বলেন, ‘আমরা এমন একটা সমাজ দেখতে চাই, যেখানে একটা সুষ্ঠু রাজনীতি থাকবে। রাজনীতির চর্চা থাকবে। যেখানে একজন মানুষকে সহনশীলতার পরিচয় দিয়ে সম্মান দেখাবে।’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে মওদুদ বলেন, আমরা আশা করি খন্দকার মাহাবুব হোসেনের নেতৃত্বে সারাদেশে আইনজীবী ফোরাম এমনভাবে সুসংগঠিত হবে যেন তারা আগামীতে মাঠে-ময়দানে আন্দোলনের প্রথম সারিতে থাকবে।