২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি আয় ৪১ বিলিয়ন মার্কিন ডলার

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, বাংলাদেশ ২০১৭-১৮ অর্থবছরে ২০২টি দেশে ৭৪৪টি পণ্য রপ্তানি করে ৪১,০০৭.৮৭ মিলিয়ন বা ৪১ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য আ. ফ. ম বাহাউদ্দিন (নাছিম)-এর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা জানান।
মন্ত্রী জানান, ১৯৭২-৭৩ অর্থবছরে বাংলাদেশ মোট ২৫টি পণ্য ৬৮টি দেশে রপ্তানি করে ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।
সরকারি দলের অপর সদস্য দিদারুল আলমের অপর এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ জানান, ২০১৬-১৭ অর্থবছরে তৈরি পোশাক থেকে রপ্তানি আয়ের পরিমাণ ২৮,১৪৯.৮৪ মিলিয়ন মার্কিন ডলার যা পূর্ববর্তী ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় ৫৫.১৮ মিলিয়ন মার্কিন ডলার বেশি।