শিক্ষা একটি দেশের ভিত্তি তৈরি করে -উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়

নিউজ নাইন২৪, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ছাত্র-ছাত্রীদের সমানভাবে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, শিক্ষা একটি দেশের ভিত্তি তৈরি করে। সকল সঙ্কটের অবসান ঘটায়। দেশের প্রতিরক্ষা, চিকিৎসা, শিল্প-কারখানা সকল ক্ষেত্রে অগ্রগতির মুখ্য ভূমিকা রাখে।

গতকাল সকালে নবাব নয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে দূরে থেকে ‘শিক্ষাই আলো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবারে, সমাজে আলোক প্রজ্জ্বলন করে এগিয়ে যেতে হবে। শুধু একাডেমিক রেজাল্ট দিয়ে দেশের কল্যাণ সাধন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেধাবী গ্র্যাজুয়েটের পাশাপাশি সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চায়।