শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে ছাত্রদলের মানববন্ধন-অবস্থান

ঢাবি করেসপন্ডন্টে :ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ-ডাকসুর ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে পুনঃতফসিলের দাবি এবং নিরাপদ সড়কের দাবিতে সাধারণ স্কুল-কলেজ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদি তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল বাশার ছিদ্দিকীর সঞ্চালনায় এ মানববন্ধন শুরু হয়।

মানববন্ধনে বক্তারা ডাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের একচোখা আচরণ এবং প্রহসনমূলক নির্বাচনের সমালোচনা করেন। এসময় তারা দাবি করেন আমরা শুধু একটি নিরাপদ ক্যাম্পাস কিংবা সড়কের আন্দোলন নয় বরং আমরা নিরাপদ বাংলাদেশের নিশ্চয়তা চাই।

মানববন্ধনে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহীর সাধারণ সম্পাদক আকরাম হাসান মিন্টু বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবারাত্রির নির্বাচন আয়োজন করে একটি কলঙ্কজনক ইতিহাসের জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যর্থ হলে বাংলাদেশের মৃতপ্রায় গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। পাকিস্তানি শাসকরা যখন আমাদের মায়ের ভাষার পরিবর্তে উর্দু ভাষাকে আমাদের ওপর চাপিয়ে দিতে চেয়েছিল তখনি আমাদের পূর্বসূরীরা তার বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। বাংলাদেশের প্রথম পতাকা এবং স্বাধীনতার ইশতেহার এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই হয়েছিল।’

‘তারা সেদিন আমাদের গণতন্ত্রের সু-বাতাশ উপহার দিয়েছিল। আজ সারা বাংলাদেশ একটি বৃহৎ কারাগারে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দখলদারিত্ব এবং অছাত্রদের জিম্মি পরিবেশ বিরাজ করছে। আমরা আন্দোলনের মাধ্যমে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের নিয়ে এই অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার করব।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদি তালুকদার বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সহাবস্থানের কথা বলে আসছে। অথচ এখনও একটি হলেও সহাবস্থান নাই। আমরা ভোট কেন্দ্র হলের বাইরে, সহাবস্থান দাবি করলেও প্রশাসন তা উপেক্ষা করে একটি বিতর্কিত নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে একটি কালিমা লেপে দিয়েছে।’

তিনি বলেন, ‘স্বেচ্ছায় পর্যবেক্ষণকারী শিক্ষকদের শাস্তি দাবি করেছে হল প্রাধ্যক্ষরা। এর চেয়ে ঘৃণ্য কাজ আর কি হতে পারে। চোরের মায়ের বড় গলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে উঠলে এই চেয়ারে আপনারা বসে থাকতে পারবেন না। আমরা শুধু নিরাপদ সড়ক চাই না নিরাপদ বাংলাদেশ চাই। আমরা আবরার চৌধুরীর মতো আর কাউকে লাশ হিসেবে দেখতে চাই না। তাই প্রশাসনকে এই কারচুপির নির্বাচন বাতিল করে পুনঃতফসিল ঘোষণার দাবি জানাচ্ছি।’

এছাড়া মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ছাত্রদলের কেন্দ্রীয় এবং বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।