শপথ না অব্যাহতি, দু’একদিনের মধ্যে জানাবো : নুর

নিউজ ডেস্ক:সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নুরশিক্ষার্থীরা চাইলে শপথ নেবেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব নির্বাচিত ভিপি নরুল হক নুর। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে আমি শপথ নেবো, আর তারা না চাইলে শপথ নেবো না।’ বুধবার (১৩ মার্চ) মুহসীন হলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নুর আরও বলেন, ‘শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়েছেন। তারা এই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন চায়। আমি তাদের দাবির পক্ষে একমত। আমি শিক্ষার্থীদের সঙ্গে একমত হয়ে সব পদে নির্বাচন চাই ৩১ মার্চের মধ্যে।’

ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছাত্রলীগের সহযোগিতা চেয়ে নুর বলেন, ‘আমাদেরকে বিভিন্ন সময় লাঞ্ছিত করা হয়েছে। ভোটের দিনেও রোকেয়া হলে তারা (ছাত্রলীগ) আমার ওপর হামলা চালিয়েছে। তবে গতকাল (মঙ্গলবার) আমার প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন আমাদের সহযোগিতার কথা বলেছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।