রমজানের আগে সড়ক সংস্কার না হলে ব্যবস্থা

নিউজ নাইন২৪, না’গঞ্জ: পবিত্র রমজানের আগে রাস্তা সংস্কার কাজ শেষ করতে না পারলে সড়ক ও জনপথের (সওজ) দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৫ মে) দুপুরে রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনে এসে ঢাকা-সিলেট মহাসড়কের বেহালদশা দেখে প্রকল্প নির্মাণ পরিচালক রিয়াজ আহমেদ জাবেরকে উদ্দেশ্যে করে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘সামনে রোজার মধ্যে জনগণের ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকার মেরামত কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। ওই সময়ে যাতে কোনো প্রকার যানজট সৃষ্টি না হয় সেদিকেও প্রশাসনের খেয়াল রাখতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), ঢাকা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলাসহ স্থানীয় নেতারা।