মাগুরায় একই জমিতে একাধিক সবজি চাষে সাফল্য

মাগুড়া সংবাদদাতা: মাগুরায় একই জমিতে একাধিক সবজি চাষে আব্দুল ওহাব নামের যুবক সফলতা পেয়েছেন। তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিল্বপাড়া গ্রামের বাসিন্দা। একটি জমিতে কয়েক ধরণের সবজির চাষ করা গেলে লাভ বেশি পাওয়া যাবে ভেবেই এভাবে সবজি চাষ করেছেন তিনি। আর এতেই সাফল্য আসে তার।

সরেজমিন গিয়ে দেখা যায়, তিনি তার বাড়ির পাশের মাঠে মাত্র ৩০ শতক জমিতে একসাথে একই জমিতে বিটরুট, ব্রকলি, লেটুস, স্কোয়াশ, টমেটো, বাধাকপি, ফুলকপিসহ প্রায় ১৫টিরও বেশি জাতের সবজি চাষ করছেন। এগুলোর মধ্যে ২ শতক জমিতে চাষ করেছেন বিটরুট।
চাষি আব্দুল ওহাব বলেন, আমি পড়ালেখার পাশাপাশি অন্যের জমি ইজারা নিয়ে সবজি চাষ করছি। আর এসব সবজির চাষ করে আর্থিকভাবে বেশ স্বাবলম্বী হয়েছি। আমার দেখাদেখি এখন অনেকেই জমিতে একাধিক সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আমার কাছ থেকে চাষ বিষয়ক বিভিন্ন পরামর্শও নিচ্ছেন।

উপ-সহকারী কৃষি অফিসার হান্নান জানান, আব্দুল ওহাব সবজি চাষে সাফল্য পাওয়ায় অনেক বেকার যুবক আগ্রহী হয়েছেন। যারা সবজির চাষ করতে চাইবেন আমরা তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবো।