মঙ্গলবারের মধ্যে উপবৃত্তি পাওয়া প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

মঙ্গলবারের মধ্যে উপবৃত্তি পাওয়া প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল মঙ্গলবারের (৫ জানুয়ারি) মধ্যে উপবৃত্তি পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। নিদিষ্ট ছকের মধ্যে এসব তথ্য পাঠাতে মাউশি উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক শরীফ মোর্তজা মামুন স্বাক্ষরিত এক চিটিতে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিটিপি) ও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে উপবৃত্তি নিয়ে প্রশিক্ষণ পরিচালনার পরিকল্পনা করেছে সরকার।

সেজন্য আগামী ৫ জানুয়ারির মধ্যে নিদিষ্ট ছকের মাধ্যমে তথ্যের সফট কপি ইমেইলে (hsp.tng.edu@gmail.com) ও হার্ডকপি স্কিমের ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

জানা গেছে, তথ্য পাঠাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য একটি ছক পাঠানো হয়েছে। ছকে স্কিমভুক্ত উপজেলার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদরাসা, স্কুল অ্যান্ড কলেজ, কলেজ, আলিম মাদরাসার সংখ্যা অন্তর্ভুক্ত করে পাঠাতে হবে কর্মকর্তাদের।

একইসঙ্গে উপজেলার সমন্বিত উপবৃত্তি কর্মসূচিভুক্ত মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখ করে পাঠাতে হবে।