বিএনপি দলের মধ্যে কেউ কাউকে বিশ্বাস করে না

নিউজ ডেস্ক:ভোলায় এক মতবিনিময় সভায় কথা বলেন তোফায়েল আহমেদবিএনপির মধ্যে কেউ কাউকে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বিএনপি জাতীয় নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করেছে। যারা দক্ষ ছিল তাদের মনোনয়ন না দিয়ে, অদক্ষদের দিয়েছে। আগামীতে দলটিকে খুঁজে পাওয়া কঠিন হবে। দলটির মধ্যে কেউ কাউকে বিশ্বাস করে না।
শুক্রবার (২২মার্চ) ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ একটানা ১৫ বছর ক্ষমতায়, কারও ওপর অত্যাচার করেনি। বিএনপির কোনও নেতাকর্মীকে হয়রানি করেনি। অথচ বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ি ঘরে থাকতে পারেনি।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন— বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব প্রমুখ।