বাজেটে নিম্ন আয়ের মানুষদের বাঁচানোর উদ্যোগ নেই : মাহমুদুর রহমান মান্না

নিউজ ডেস্ক: নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট গতানুগতিক। এ বাজেটে নিম্ন আয়ের মানুষদের বাঁচানোর কোন উদ্যোগ নেই। তিনি এই বাজেট প্রত্যাখ্যান করেছেন। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ঋণ নির্ভর ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট দিয়েছে সরকার। করোনা মহামারির এই মহা সংকট মোকাবিলা করতে যে ধরনের বাজেট প্রত্যাশা করেছিলাম, তার কোন ছায়া খুঁজে পাইনি এই গতানুগতিক ধারার বাজেটে। বরাবরের মতই উন্নয়ন বাজেটে অতিরিক্ত বরাদ্দ রেখে সামাজিক সুরক্ষার ব্যাপারে সরকারের অনীহা প্রকাশ পেয়েছে। করোনা মোকাবিলায় কোন ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা নেই।

উপরন্তু বেসরকারি চিকিৎসা খাতকে কর মওকুফ সহ বিভিন্নভাবে প্রণোদনা দেয়া হয়েছে। এতে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এমনকি মধ্যবিত্তদের চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ আরো সীমিত করা হল। তিনি বলেন, গত ১৩ বছর ধরে সরকার দুর্নীতির যে মহোৎসব চালাচ্ছে, তা অব্যাহত রাখার সকল আয়োজন আছে এই বাজেটে।