‘বাংলাদেশ কংগ্রেস’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক: নিবন্ধনের মধ্য দিয়ে বাংলাদেশ কংগ্রেস নামের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলটিকে বরাদ্দ দেয়া হয়েছে ‘ডাব’ প্রতীক।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। উচ্চ আদালতের রায়ে এ দলটিকে নিবন্ধন দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এটি গেজেট আকারে প্রকাশ করার জন্য সরকারি ছাপাখানা বিজি প্রেসে পাঠানো হয়েছে। বাংলাদেশ কংগ্রেস নিবন্ধন পাওয়ায় নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা এখন ৪১টি।

এর আগে গত ৩০ জানুয়ারি হাইকোর্টের আদেশে নিবন্ধন পায় ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট-এনডিএম বা জাতীয় গণতান্ত্রিক আন্দোলন নামের আরেকটি নতুন রাজনৈতিক দল। দলটিকে সিংহ প্রতীক দেওয়া হয়।