ফখরুল উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একের পর এক অসংলগ্ন ও উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

’৯০-এর গণআন্দোলনের শহীদ নূর হোসেনের স্মরণে সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

ডা. মুরাদ হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, সারাবিশ্বে যখন বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি প্রশংসিত হচ্ছে, তখন সরকারের সাফল্যকে নস্যাৎ করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একের পর এক অসংলগ্ন ও উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন; যা অনাকাঙ্ক্ষিত ও উসকানিমূলক।

দেশের জনগণ অতীতের মতো সব অপপ্রচারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে বলেও জানান মুরাদ হাসান।

শহীদ নূর হোসেনকে স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, নূর হোসেন ছিলেন অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তির দূত। নূর হোসেন একটি ইতিহাস। নূর হোসেন আগামীর চিরন্তন প্রেরণা। নূর হোসেনরা রক্ত দিয়ে জীবন দিয়ে প্রতিষ্ঠিত করে গেছেন—জাতির পিতার নেতৃত্বে অর্জিত স্বাধীন বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান নেই। জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদের মতো স্বৈরাচাররা তাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কামাল চৌধুরী, বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা, সাংবাদিক মানিক লাল ঘোষ, হুমায়ূন কবির মিজি প্রমুখ।