‘ফখরুলের বিদায় ঘণ্টা বেজে গেছে’ : হানিফ

নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিদায় ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।

হানিফ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম সাহেব আপনার জন্য আমাদের দুঃখ হয়। বিএনপি থেকে পাঁচজনকে শপথ নিতে দিল, আপনার ওপর আস্থা রাখতে পারে নাই বলেই শীর্ষ নেতা আপনাকে শপথ নিতে দেয় নাই।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম সাহেব আপনার বিদায় ঘণ্টা বেজে গেছে, আস্থা হারানোই এর প্রমাণ। এত বড় লজ্জার পরও আপনি কীভাবে বিএনপির হয়ে মিথ্যাচার করছেন।

বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়া কেরানীহাট হক টাওয়ার চত্বরে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হানিফ।

এ সময় ঘূর্ণিঝড় ফনি মোকাবেলায় সরকারের প্রস্তুতি নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন তিনি।

হানিফ বলেন, ঘূর্ণিঝড় ফনি মোকাবেলায় সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে সব জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং দুর্যোগ পরবর্তী প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় মোকাবেলায় আগাম ব্যবস্থা নিয়েছেন। তিনি সার্বক্ষণিক বিষয়টি তদারকি করছেন।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত হওয়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী মো. এনামুল হক শামীম।

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মোসলেম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভী, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ওয়াসিকা আয়েশা খান।