নওগাঁয় আগাম শিমে লাভবান চাষিরা

নওগাঁয় আগাম শিমে লাভবান চাষিরা

নিউজ ডেস্ক: নওগাঁর বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের নতুন শিম। ভালো দাম পেয়ে লাভবান কৃষকরা। এ শিমের আবাদ কৃষকদের কাছে ভাদ্র শিম নামে পরিচিত। কৃষকরা জানিয়েছেন, শিমের পোকা দমন করতে গিয়ে লাভের একটি অংশ চলে যায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, জেলায় প্রায় ৩০০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। আগাম জাতের শিমের মধ্যে কার্তিকা, কাজলা ও চালতা পরিচিত। শীষে ধরে আছে বেগুনি ও হালকা সাদা ফুল। কিছু কিছু শীষে উঁকি দিচ্ছে তরতাজা শিম। আগাম জাতের শিমের আবাদের জন্য জ্যৈষ্ঠ মাসে জমি প্রস্তুত করে রোপণ করতে হয়। চাষি আজির রহমান বলেন, তিনি ৮ কাঠা জমিতে ভাদ্রা জাতের শিমের আবাদ করেছে। এতে তার প্রায় ৬ হাজার টাকা খরচ হয়েছে। ভাদ্র থেকে মাঘ মাস পর্যন্ত শিম উঠানো হবে। ঝিকড়া গ্রামের কৃষক নাসির উদ্দিন বলেন, এবারে ঘন ঘন বৃষ্টির কারণে শিম গাছ পচে যাওয়ায় কিছুটা ক্ষতি হয়েছে। তারপরও আশা করছেন ভালো দাম পাবেন। নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মফিদুল ইসলাম বলেন, ধানের পরিবর্তে তারা বেশি লাভের আশায় সবজির আবাদ করে থাকেন। তবে বন্যা কবলিত এলাকাগুলোতে পানি নামতে শুরু করেছে। সেসব এলাকায় সবজি বীজের প্রণোদনা দেওয়া হবে।