ধানের নতুন জাতের বীজ বিনামূল্যে বিতরণ করা হবে

ধানের নতুন জাতের বীজ বিনামূল্যে বিতরণ করা হবে

রংপুর সংবাদদাতা: কৃষিসচিব মেসবাহুল ইসলাম বলেছেন, ধানের উৎপাদন বাড়াতে নতুন নতুন জাতের বীজ কৃষককে বিনামূল্যে বিতরণ করা হবে। শুক্রবার (০৬ নভেম্বর) রংপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘রংপুর অঞ্চলে বোরো ধানের ফলন বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কৃষিসচিব বলেন, কৃষক পর্যায়ে ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন ব্যয় কমাতে সরকার ভর্তুকি দেবে। উৎপাদন ব্যয় ও ফলন পার্থক্য কমানো গেলে সামগ্রিক কৃষি উৎপাদনে বিশাল পরিবর্তন আসবে। কৃষক আরও বেশি লাভবান হবে।

ফসলের উৎপাদনশীলতা বাড়াতে নতুন উন্নত জাত ও প্রযুক্তির দ্রুত সম্প্রসারণে গুরুত্বারোপ করে তিনি বলেন, নতুন ধানের জাত কৃষক সহজে গ্রহণ করবে এমন নয়, প্রয়োজনে নতুন ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হবে। এ বছর বোরো বীজে সরকার কেজি প্রতি ১০ টাকা হারে ভর্তুকি দিয়েছে। এসব বীজ সুষ্ঠভাবে বিপণন ও বিতরণ করতে হবে।

এসময় তিনি গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নেটওয়ার্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান।