তরমুজ-দইয়ের স্মুদি ইফতারে

লাইফস্টাইল ডেস্ক :
বাজারে পাওয়া যাচ্ছে তরমুজ। ইফতারে তরমুজের ঠাণ্ডা এক গ্লাস স্মুদি পরিবেশন করতে পারেন। খুব সহজেই বানানো যায় এই স্মুদি।

উপকরণ
দেড় কাপ তরমুজ (বিচি ছাড়া)
১টি কলা (ছোট টুকরা)
দই- ৩/৪ কাপ
এক মুঠো পুদিনা পাতা
প্রস্তুত প্রণালি
তরমুজের টুকরা ও কলা ভালো করে ব্লেন্ড করে নিন। দই ও পুদিনা পাতা দিয়ে আবার ব্লেন্ড করুন। স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন। আবার কম মিষ্টি খেলে চিনি না দিলেও চলবে। বরফ দিয়ে ঠাণ্ডা স্মুদি পরিবেশন করুন ইফতারে।