টাঙ্গাইলে বন্যায় লেবু চাষীদের ৩ কোটি টাকার ক্ষতি, হতাশায় কৃষক

টাঙ্গাইল: জেলার দেলদুয়ার উপজেলায় বন্যায় শুধু লেবু চাষীদের ৩ কোটি টাকার অধিক লোকসান হয়েছে। এতে হতাশায় ভেঙ্গে পড়েছে কৃষকরা। ভবিষ্যতে লেবু চাষে অনীহা প্রকাশ করেছে অনেক চাষীই। এতে দেশে লেবুর ব্যাপক ঘাটতি দেখা দেওয়ার আশংকা যেমন রয়েছে।

উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে, শুধুমাত্র দেলদুয়ার উপজেলায় লেবু চাষ হচ্ছে সাড়ে ৯শ’ হেক্টর জমিতে। যার মধ্যে তিনশ’ হেক্টর লেবু বাগান একেবারে নষ্ট হয়ে গেছে। বিশেষ করে উপজেলার লাউহাটি ইউনিয়ন, ধলেশ্বরী নদী তীরবর্তী হওয়ায় এ ইউনিয়নে ক্ষতির পরিমাণটা সবচেয়ে বেশি। শুধু লাউহাটি ইউনিয়নে ক্ষতি হয়েছে প্রায় একশ’ হেক্টর জমি।

লাউহাটি ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্থ লেবু বাগানের চাষী মোতালেব মিয়া জানান, আমার মোট লেবুর জমি আছে ১১শ’ শতাংশ। যার মধ্যে ৬শ’ শতাংশ লেবু বাগান বন্যায় একেবারে শেষ, আরো বেশকিছু জমি ক্ষতির আশংকা করছি। সব মিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার লোকসান গুণতে হবে। আরেক লেবু চাষী মাজারুল ইসলাম জানান, বন্যায় আমার ধস নেমেছে। প্রতিটি লেবু গাছে প্রতিবছর পাঁচশ’ টাকা খরচ হয়। এ বছর প্রায় এক হাজার চারা মরে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার মতো আমার ক্ষতি হয়েছে। দেলদুয়ার উপজেলা কৃষি কর্মকর্তা কানিছ সুরিয়া সুলতানা জানান, ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরী করে পাঠানো হয়েছে। এ ক্ষতি পূরণে তৃণমূল পর্যায়ে কৃষকদের সমন্বয়ে ব্যবস্থা গ্রহণ করেছি।