মোবাইলে কম খরচে কথা বলায় বিশ্বের দ্বিতীয় সর্বনিম্নে বাংলাদেশ

নিউজ নাইন২৪, ডেস্ক: মোবাইল ফোনে কম খরচে কথা বলার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বের দ্বিতীয় সর্বনিম্ন। বাংলাদেশের উপরে অর্থাৎ প্রথম স্থানে রয়েছে শ্রীলংকার নাম। বাংলাদেশ ও শ্রীলংকায় একজন মুঠোফোন ব্যবহারকারীর গড় মাসিক খরচ ২ ডলারের কম। মোবাইলে কথা বলার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যয় করে ব্রাজিল। দেশটির একজন মোবাইল ব্যাবহারকারীর গড় মাসিক খরচ ৪৮ ডলার।

এমন তথ্য উঠে এসেছে বিশ্বব্যাংকের ‘ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ২০১৬ : ডিজিটাল ডিভিডেন্ডস’ শীর্ষক এক প্রতিবেদনে। সোমবার রাজধানীর একটি হোটেলে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রকৃত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ২০ লাখ, যা মোট জনসংখ্যার মাত্র সাড়ে ৭ শতাংশ। আর ইন্টারনেটবঞ্চিত একক জনগোষ্ঠীর দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৫ নম্বর।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে মোবাইলফোনসহ ডিজিটাল প্রযুক্তির বিভিন্ন পণ্য আমদানিতে উচ্চ করের বিষয়গুলোও উঠে এসেছে। মুঠোফোন আমদানিতে সবচেয়ে বেশি কর দিতে হয় এমন ১৫টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। এ তালিকার শীর্ষ দেশ হলো ফিজি।