‘ইসলাম বিশ্বের সবচেয়ে শান্তির ধর্ম’: ইউনেস্কোর সার্টিফিকেট নিউজটি প্রতারণা

ডেস্ক :  গত ৪ঠা জুলাই (২০১৬) ভারতের জান্তা কা রিপোর্টার নামক একটি স্যাটায়ার/বিদ্রুপাত্মক নিউজ পোর্টাল থেকে প্রথম প্রকাশ করা হয় ‘বিশ্বের সবচেয়ে শান্তির ধর্ম হিসেবে ‘ইসলাম ধর্ম’কে নির্বাচিত করেছে ইউনেস্কার একটি গবেষক টিম। এবং তারা সার্টিফিকেটও প্রদান করেছে। (জান্তা-কা-রিপোর্টারের অরিজিনাল খবরের লিঙ্ক: http://goo.gl/C3ng6N)

খবরটি আমাদের দেশের প্রথম আলোর ইংরেজি ভার্সন, কালেরকন্ঠ সহ দেশের প্রায় সবকটি অনলাইন পোর্টালে প্রকাশ করা হয়েছে। এমনকি বিশ্বের অনেক দেশের নিউজ পোর্টাল খবরটি কপি করে প্রচার করেছে।

খবরটি সবজায়গায় ছড়িয়ে পড়ার পর ইউনেস্কো’র অফিসিয়াল ওয়েবসাইটে লিখলো- পৃথিবীর সবচেয়ে শান্তির ধর্ম ইসলাম- এ মর্মে ইউনেস্কো কোন সার্টিফিকেট প্রদান করেনি। এটা ফেক নিউজ। ইউনেস্কার নোটিশ- https://goo.gl/zUew7T

unesco-certificate-news-fake
ছবি: ইউনেস্কোর ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ

এদিকে ইউনোস্কোর অফিসিয়াল ওয়েবসাইটে খবরটি ভুয়া বলে নোটিশ দেয়ার পর থেকে অনলাইন সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, ইসলাম ধর্মের মানহানী করার জন্য এটা অমুসলিমদেরই সাজানো একটি প্রতারণা। কেউ বলছেন, ইসলাম শান্তির ধর্ম এটা প্রমাণ করার জন্য কাফিরদের সার্টিফিকেট দরকার নাই। সার্টিফিকেট প্রদানকারী যদি বিশ্বাসই করে ‘ইসলাম শান্তির ধর্ম’ তাহলে তারা শান্তির ধর্ম গ্রহণ করুক।

এই রকম সেনসেটিভ খবর সোস্যাল মিডিয়ায় শেয়ার করার আগে যাচাই করা উচিত বলে মন্তব্য করেন অনেকে।

juntakareporter.com এর এই রকম ভুয়া রিপোর্টের কারণে টুইটার তাদের একাউন্ট ব্যান করে দিয়েছিলো। টুইটারে ব্যানের খবর : http://goo.gl/F414eJ

মূলত ভারতের আদ আদমি পার্টির অভিযোগের ভিত্তিতেই তাদের একাউন্ট বাতিল করা হয়েছিলো। এই নিয়ে juntakareporter.com তাদের ফেসবুক পেইজে একটি নোটও লিখে। তাদের নোটে তারা বলেছে, প্রথম থেকেই এই একাউন্টটি একটি প্যারোডি একাউন্ট হিসেবে আত্মপ্রকাশ করেছিলো। তাদের সেই ফেসবুক নোটের লিঙ্ক: https://goo.gl/j10asz