প্রস্তাবিত বাজেট : সাড়ে ৪ ট্রিলিয়ন ডলার ব্যয় হ্রাস পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ডেস্ক: চিকিৎসা সহায়তা, খাদ্য স্ট্যাম্প, জনকল্যাণ ও শিক্ষার্থী ঋণসহ সব ধরনের কল্যাণমূলক তহবিল হ্রাসের প্রস্তাব করা হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবনায়। এর মধ্য দিয়ে আগামী এক দশকে ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যয় হ্রাসের পরিকল্পনা করেছে হোয়াইট হাউজ। খবর ওয়াল স্ট্রিট জার্নাল, রয়টার্স ও সিএনবিসি।

কংগ্রেসে ট্রাম্প প্রশাসনের প্রথম বাজেট প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবিত বাজেটে অধিকাংশ কেন্দ্রীয় সংস্থার অর্থ বরাদ্দ কমানোসহ অনুদানের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণের প্রস্তাব করা হয়েছে। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং হ্রাসকৃত কর ও সরকারি নিরাপত্তা জাল কর্মসূচির শক্তির ওপর ভিত্তি করে এক দশকের মধ্যে কেন্দ্রীয় বাজেটে ভারসাম্য আনার পরিকল্পনা করেছে ট্রাম্প।

সরকারি কল্যাণমূলক কর্মসূচির পাশাপাশি আগামী এক দশকে কৃষি খাত থেকে ৪ হাজার ৬৫৪ কোটি ডলার কেন্দ্রীয় ব্যয় হ্রাসের প্রস্তাব দেয়া হয়েছে। এদিকে পরিকল্পিত কর সংস্কার সরকারের রাজস্ব না কমিয়ে আরো বৃদ্ধি করবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।