তাইওয়ানের পর চীনে আঘাত হানলো সুপার টাইফুন মেরান্তি

ডেস্ক: তাইওয়ানে তাণ্ডব চালিয়ে সুপার টাইফুন মেরান্তি চীনে আঘাত হেনেছে। ২১ বছরের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচে শক্তিশালী ঘূর্ণিঝড় এটিই।

বিবিসি বলছে, ঘন্টায় ১৪১ মাইল বেগে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ে তাইওয়ানে একজনের মৃত্যু হয়েছে এবং প্রায় পাঁচলাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার সকালে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জিয়ামেনে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এ সময় ঝড়টি খানিক শক্তি হারায়।

চীনের দক্ষিণাঞ্চলে ডজন ডজন ফ্লাইট বাতিল ও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। লাখো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

আবহাওয়ার বিশেষজ্ঞ সেই পেয়ুন বলেন, “ঘূর্ণিঝড়টির কেন্দ্রে সর্বোচ্চ গতির বাতাসের স্থায়িত্ব বিচারে ২১ বছরের মধ্যে তাইওয়ানে আঘাত হানা সবচে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি।”

এরআগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘূর্ণিঝড়ের গমনপথে যেসব অঞ্চল রয়েছে, সেখানকার অধিবাসীদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং জাহাজসমূহকে পোতাশ্রয়ে ফেরার নির্দেশ দেওয়া হয়।

চীনের সর্ব পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের স্কুল ও অফিস বন্ধ রাখা হয়েছে। সেখানকার প্রায় ৬ লাখ ৫০ হাজার বাড়ি-ঘরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।

বাতাসে বৈদ্যুতিক খুঁটি এবং গাছ-পালা উপড়ে গেছে, মালবাহী ট্রাক উল্টে গেছে, অনেক বাড়ি-ঘরের চাল উড়ে গেছে।

তাইওয়ানে প্রায়ই শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনে থাকে। ২০১৫ সালে সুপার টাইফুন দুজুয়ানের আঘাতে তিনজনের মৃত্যু হয় এবং তিনশতাধিক মানুষ আহত হন।

চলতি বছরের জুলাইয়ে তাইওয়ানের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় নেপারতাকের আঘাতে তিনজনের মৃত্যু হয়।

তাইওয়ানে অপর একটি ঘূর্ণিঝড় মালাকাস শুক্র ও শনিবার আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।