জীবন দিয়ে হলেও এরদোগানকেই চায় তুরস্কের জনগণ (ছবি)
ডেস্ক: তুরস্কের গণমাধ্যমগুলোতে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের চেষ্টার খবর প্রচার হওয়ার পরপরই নারী-পুরুষ নির্বিশেষে জীবন বাজি রেখে স্বতস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে পড়ে প্রিয় শাসকের শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য।
এদিকে খবর প্রকাশিত হওয়ার পরই রাজধানী ইস্তাম্বুল ছুটে আসেন দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান। স্থানীয় টিভি ফুটেজে দেখা গেছে, শনিবার সকালে বিমানবন্দরের বাইরে জড়ো হয়ে মিছিল করছে প্রেসিডেন্টের সমর্থকরা। কেউ সশস্ত্র নেনার রাইফেলের নলের সামনে বুক পেতে, কেউ চলন্ত ট্যাং-এর সামনে শুয়ে পড়ে মন্থর করে দেন সেনা অভ্যুত্থানের তৎপরতা।
ছবিতে সেনা অভ্যুত্থানের ধারাবাহিক তৎপরতা ও জনগণের জীবনবাজি রাখার চিত্র তুলে ধরা হলো-