রামপাল বিদ্যুৎকেন্দ্র: হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়বে

ঢাকা: রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে বাস্তুসংস্থানের পাশপাশি সুন্দরবন এলাকার হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

মঙ্গলবার (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংগঠনটির সভাপতি সৈকত মল্লিক এ কথা বলেন।

তিনি বলেন, সুন্দরবনের আশপাশের ২৫ কিলোমিটারের মধ্যে কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নিষেধাজ্ঞার কথা থাকলেও পাঁচ কিলোমিটারের মধ্যেই তা বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার।

প্রতিবাদ সভায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে বাংলাদেশের চেয়ে ভারতই বেশি লাভবান হবে বলে মন্তব্য করেন বক্তারা।

এ সময় সুন্দরবন রক্ষায় রামপাল চুক্তি বাতিলের দাবিও জানানো হয়।