তাইওয়ানে নেসাতের তাণ্ডবের পর হাইতাং, সেনা মোতায়েন

ডেস্ক: টাইফুন নেসাতের আঘাতের মাত্র দুই দিন পরই তাইপেতে আরেকটি ঝড় আঘাত হানতে যাচ্ছে। নেসাতের আঘাতে ১০৩ জন আহত হয়েছে এবং ব্যাপক বন্যার পাশাপাশি দ্বীপটির একটি বড় অংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
পূর্বাঞ্চলীয় ইলান কাউন্টিতে গত শনিবার নেসাত আঘাত হানে। ঝড়ের প্রভাবে দ্বীপটিতে সমুদ্রের ৪৯.২ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ে এবং দক্ষিণাঞ্চলীয় পিংটুং অঞ্চলে ২৩ ইঞ্চি বৃষ্টিপাত হয়।
কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানায়, গতকাল  নেসাত তা-ব চালিয়ে তাইয়ান থেকে দূরে সরে গেল। কিন্তু এই ফাঁকে আরেকটি গ্রীষ্মম-লীয় ঝড় হাইতাং ধীরে ধীরে দ্বীপটির দক্ষিণ প্রান্তের দিকে অগ্রসর হচ্ছে। সন্ধ্যায় ঝড়টি আঘাত হানতে পারে।
৫০ বছরের মধ্যে এই প্রথম বারের মতো দুটি টাইফুনের জন্য সতর্কবার্তা জরি করা হয়েছে।
গ্রিনিচ মান সময় ০৩০০টায় ঝড়টি এলুয়ানবি থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এলুয়ানবি দ্বীপটির দক্ষিণ প্রান্ত।
এদিকে শনিবার ১০ হাজারের বেশি লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
দুর্যোগ পরবর্তী ত্রাণ তৎপরতায় সহায়তার জন্য ৫ হাজার ৩৩৮ সৈন্যকে মোতায়েন করা হয়েছে।
৩শ’টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত করা হয়েছে এবং অধিকাংশ ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।
এদিকে প্রতিকূল আবহাওয়ায় অন্তত ১০৩ জন আহত হয়েছে। এদের অধিকাংশই গাড়ি দুর্ঘটনা ও উড়ে আসা ভারী বস্তুর আঘাতে আহত হয়েছে। নেসাতের আঘাতে প্রায় ৫ লাখ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।