ভারত-পাকিস্তান সীমান্তে ৪ ঘণ্টা গুলিবিনিময়

ঢাকা: ভারত-পাকিস্তান সীমান্তে আবারও গুলিবিনিময় হয়েছে। শনিবার (১ অক্টোবর) সকালে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার (লাইন অব কন্ট্রোল) ভিম্বার সেক্টরে দু’পক্ষ এ গুলিবিনিময়ে জড়ায়। তবে, এতে হতাহতের কোনো খবর মেলেনি।

পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। তবে, এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ভারতীয় সেনাবাহিনী।

পাকিস্তানি আইএসপিআর দাবি করে, শনিবার ভোরে ভারতীয় সীমান্তের পাশ থেকে বিনা উস্কানিতে গুলি করা হলে তার জবাবে পাল্টা গুলি ছোড়ে পাকিস্তানি বাহিনী। ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত থেমে থেমে এ গুলিবিনিময় চলে।

গুলিবিনিময়ে কোনো পক্ষের কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি বিবৃতিতে।
গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলা ১৮ ভারতীয় সৈন্য নিহত হওয়ার প্রেক্ষিতে নয়াদিল্লি-ইসলামাবাদ সম্পর্কে উত্তেজনা এখন চরমে। দু’পক্ষই সীমান্তে সেনা মোতায়েন ও তৎপরতা বাড়িয়েছে। দফায় দফায় যুদ্ধবিমানের মহড়া চালাচ্ছে পাকিস্তান। আর ভারতও প্রস্তুত করছে তাদের যুদ্ধবিমানকে।