যেকোনো পরিস্থিতি সামলানোর সক্ষমতা আছে বাংলাদেশের : প্রধানমন্ত্রী

ঢাকা: যেকেনো ধরণের পরিস্থিতি মোকবেলার সক্ষমতা বাংলাদেশের রয়েছে এবং সেটা প্রমাণিত, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে শোক দিবস উপলক্ষে কৃষক লীগের আলোচনা সভায় এই কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট আমার বাবাসহ পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কখনও কল্পনাও করতে পারিনি আমরা দুই বোন সব হারা হয়ে যাবো।
তিনি বলেন, বাংলার শোষিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যে সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা এনেছিলেন। বিজয় মেনে নিতে পারেনি তারা, এতে সমর্থন দিয়েছিলো তাদেরই কিছু দোসররা। তারাই বাংলার মানুষের কাছ থেকে তাকে কেড়ে নিয়েছিলো। আলোচনা সভা শেষে শোক দিবস উপলক্ষে কৃষক লীগের উদ্যোগে এক রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।