প্রধানমন্ত্রী সৌদি আরবে যাচ্ছেন আজ

ঢাকা: সৌদি সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকালে ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের রওনা হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সময় রাত ৮টায় জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সৌদি বাদশাহ সালমান দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যের এই তেলসমৃদ্ধ দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর।

জেদ্দা পৌঁছানোর পর শেখ হাসিনা রাতেই মক্কা গিয়ে ওমরাহ পালন করবেন এবং সেখানে ফজরের নামাজ আদায় করবেন।

জেদ্দায় বাংলাদেশের প্রধানমন্ত্রী অবস্থান করবেন জেদ্দা রয়্যাল কনফারেন্স প্যালেসে।

শনিবার বিকালে রিয়াদে বাংলাদেশের চ্যান্সেরি কমপ্লেক্স এবং বাংলাদেশ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

রোববার জেদ্দার আল আন্দালুসে আল সালাম প্রাসাদে সৌদি বাদশাহর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে।

সেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হবে বলে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ইতোমধ্যে জানিয়েছেন।