শফিক রেহমানকে জামিন দেয়নি আদালত, আপিলের অনুমতি

ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানকে জামিন দেয়নি সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দায়েরকৃত লিভ টু আপিল মঞ্জুর করে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আগামী তিন সপ্তাহের মধ্যে এ মামলার পক্ষে কী কী তথ্য উপাত্ত পাওয়া গেছে, তা রাষ্ট্রপক্ষকে দাখিল করতে বলা হয়েছে।

 রোববার সকালে প্রধান বিচারক সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে শফিক রেহমানের পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে বৃহস্পতিবার লিভ টু আপিল আবেদনের শুনানি শেষে আজ রোববার আদেশের দিন ধার্য করে আদালত।
১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগোযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় শফিক রেহমানকে।