বৃটেনের ছায়ামন্ত্রী হলেন টিউলিপ, প্রধানমন্ত্রীর অভিনন্দন

বৃটেন: ব্রিটেনের পার্লামেন্টে বিরোধী লেবার পার্টি থেকে বাল্য শিক্ষাবিষয়ক ছায়া মন্ত্রীর দায়িত্ব পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক।

স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে নিজের ব্লগে এ কথা জানান টিউলিপ।

টিউলিপ সিদ্দিক আরো জানান, লেবার পার্টির সংসদ সদস্য (এমপি) অ্যাঞ্জেলা রেনারের নেতৃত্বে এই দলে যোগ দিতে পেরে তিনি আনন্দিত।

ব্রিটেনের বিরোধী দলের ছায়া মন্ত্রিসভায় জায়গা পাওয়ার জন্য ধন্যবাদ জানান টিউলিপ।

ব্রিটেনের নিয়ম অনুসারে প্রতি সপ্তাহে শিশুদের জন্য ৩০ ঘণ্টা অবৈতনিক সেবার বিষয়টি নিশ্চিত করতে টিউলিপ কাজ করবেন বলেও উল্লেখ করেছেন।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি করবিনের ছায়া মন্ত্রিসভার সদস্য মনোনীত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, আজ এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের সাফল্য কামনা করেন।
টিউলিপ ছায়া শিক্ষামন্ত্রী এ্যাঞ্জেলা রেনার-এর চার সদস্যের টিমে ‘শ্যাডো মিনিস্টার ফর আরলি ইয়ারস এডুকেশন’ হিসেবে যোগদান করবেন।