‘রোহিঙ্গাদের মৌলিক অধিকার নিশ্চিত করেই ঠেঙ্গারচরে’

কক্সবাজার: মৌলিক অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গাদের ঠেঙ্গারচর পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার বিকালে কক্সবাজারের নাইক্ষ্যংছড়িতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।

এর আগে টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরের নিরাপত্তায় থাকা আনসার ক্যাম্প থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারস্থল মিয়ানমারের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি এলাকা পরিদর্শন করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মানুষকে ভালবাসেন, মানবতাকে সম্মান করেন। তাই বনসম্পদ ধ্বংস এবং পরিবেশ ও আইনশৃংখলা বিনষ্ট করছে জেনেও মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে।

তিনি বলেন, চেষ্টা করা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে তাদের ফিরিয়ে দেয়ার। মানবিকতা ও শৃংখলা বজায় রাখতেই রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। মৌলিক অধিকার নিশ্চিত করেই তাদের সেখানে পাঠানো হবে।

এসময় র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমদ, আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান, কক্সবাজারের পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকতা মো. মঈন উদ্দিন, উখিয়া থানার ওসি আবুল খায়েরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।