প্রকৃত মানুষ গড়ার পড়াশোনা হয় না বিশ্ববিদ্যালয়ে

ঢাকা: দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকৃত মানুষ গড়ার শিক্ষা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্ট্যাডিজ সেন্টারের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত।
আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাপান স্ট্যাডিজ সেন্টার আয়োজিত গুলশানের হলি আর্টিজান রেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ৭ জন জাপানি নাগরিকের স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।
আবুল বারাকাত বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর পঠন-পাঠনে প্রকৃত মানুষ গড়ার পড়াশোনা হয় না। যার কারণে শিক্ষার্থীর ক্ষুদ্র মস্তিষ্কে জঙ্গিবাদী আর্দশ ঢুকে নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। অতীতে মানুষ জঙ্গিবাদের কথা শুনলে মাদ্রাসার নাম শুনতেন, এখন ইংরেজি মাধ্যমের নাম শুনছেন।
স্মরণসভার শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং শেষে মৌন মিছিল বের করা হয়।
স্মরণসভায় ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক শফিকুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক স ম আলী রেজাসহ জাপান স্ট্যাডিজ সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।